গভীর চুম্বনে মগ্ন জাস্টিন ট্রুডো ও কেটি পেরি, নেট দুনিয়ায় তোলপাড়

অনলাইন ডেস্ক: হলিউডের জনপ্রিয় গায়িকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রেম এখন ওপেন সিক্রেট। গত কয়েক মাস ধরে তাদের একাধিকবার ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। এবার দুজনকে দেখা গেল সমুদ্রের মাঝখানে একটি বিলাসবহুল ইয়টে রোমান্টিক সময় কাটাতে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি মেইল প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ বছর বয়সী কেটি পেরি কালো রঙের সুইমসুট পরে নিজের ইয়ট ‘কারাভেল’-এর ডেকে বসে আছেন। পাশে ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো—শার্টবিহীন, পরনে শুধু জিনস। দুজনকে সেখানে গভীর চুম্বনে লিপ্ত অবস্থায় দেখা গেছে।

অন্য কয়েকটি ছবিতে ট্রুডোকে দেখা যায় পেরির কোমর জড়িয়ে ধরে আছেন। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে এক পর্যটকের ক্যামেরায় মুহূর্তগুলো ধরা পড়ে।

এক প্রত্যক্ষদর্শী ডেইলি মেইল-কে বলেন, ‘তারা একটি পর্যটক নৌকার কাছে এসে থামেন। এরপর হঠাৎ একে অপরকে চুম্বন করতে শুরু করেন। প্রথমে চিনতে পারিনি, পরে ট্রুডোর হাতে থাকা ট্যাটু দেখে নিশ্চিত হই।’

পেরি ও ট্রুডোর সম্পর্কের গুঞ্জন শুরু হয় গত জুলাইয়ে, যখন তাদের মন্ট্রিয়লের এক রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খেতে দেখা যায়। এরপর তারা মাউন্ট রয়্যাল পার্কে হেঁটে বেড়াতেও ধরা পড়েন। ট্রুডোকে পরবর্তী সময়ে কেটি পেরির কানাডায় অনুষ্ঠিত লাইফটাইমস ট্যুরের কনসার্টেও দেখা যায়।

আগস্টে ডেইলি মেইল-এর এক সূত্র জানিয়েছিল, প্রচার আর মিডিয়ার অতিরিক্ত মনোযোগে নাকি তাদের সম্পর্ক কিছুটা ‘ঠান্ডা’ হয়ে গেছে। সূত্রের ভাষায়, ‘দুজনেই ব্যস্ত মানুষ। জুলাই পর্যন্ত নিয়মিত যোগাযোগ থাকলেও এখন সেটা কমে গেছে। হয়তো সম্পর্কের নতুনত্বটা কিছুটা ম্লান হয়েছে।’ তবে সাম্প্রতিক ছবিগুলো দেখে বোঝা যায়, তাদের সম্পর্ক এখনো অটুট।

কেটি পেরি এ বছরের জুনে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে নয় বছরের সম্পর্কের ইতি টানেন। তাদের রয়েছে এক কন্যাসন্তান—ডেইজি ডাভ (৫)। অন্যদিকে জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি ২০২৩ সালে আলাদা হন। তাদের তিন সন্তান—জেভিয়ার (১৭), এলা-গ্রেস (১৬) ও হ্যাড্রিয়েন (১১)।

তবে সম্পর্ক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি কেটি পেরি বা জাস্টিন ট্রুডো।

Related Articles

Back to top button