‘সোলজার’ সিনেমায় শাকিব খানের বিপরীতে তিশা

অনলাইন ডেস্ক: ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’ এ নায়িকা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিন তিশা। এটিই তার প্রথম চলচ্চিত্র, অর্থাৎ বড় পর্দায় অভিষেক হচ্ছে এই গ্ল্যামারাস অভিনেত্রীর।
এতদিন ধরেই গুঞ্জন চলছিল—তানজিন তিশা সিনেমায় আসছেন। অবশেষে সেটি বাস্তব হলো ‘সোলজার’ সিনেমার মাধ্যমে।
সিনেমাটি নির্মাণ করছেন সাকিব ফাহাদ। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, তিশা এরই মধ্যে সিনেমাটির শুটিং শুরু করেছেন। আগামীকাল শনিবার ১১ অক্টোবর থেকে শাকিব খানের শুটিং করবেন অভিনেত্রী।
‘সোলজার’ একটি দেশপ্রেমনির্ভর গল্প নিয়ে নির্মিত হচ্ছে। পরিচালক জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে দুই ঈদ ছাড়া সিনেমাটি মুক্তি পেতে পারে।
সিনেমাটিতে শাকিব খান ও তানজিন তিশা ছাড়াও অভিনয় করছেন গুণী অভিনেতা তারিক আনাম খান, তৌকির আহমেদ, এবং জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।