জনগণের রায়ে আগে সংসদে যান, তারপর পিআর বাস্তবায়ন করুন: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক: বাংলাদেশে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বাস্তবায়নের কোনো পরিবেশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, যারা এই পদ্ধতি বাস্তবায়ন করতে চান, তারা আগে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে তারপর সেটি বাস্তবায়ন করুন।

গতকাল শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে রংপুর শিল্পকলা একাডেমীতে বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর স্মরণসভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ‘বিএনপি দেশের বিদ্যমান নির্বাচন পদ্ধতির ওপরই আস্থা রাখে। যারা জনগণের নামে পিআর পদ্ধতির কথা বলে মাঠে আন্দোলন করছেন, তারা আসলে নির্বাচন ও গণতন্ত্রকে প্রলম্বিত করার বাহানা খুঁজছেন।’

তিনি আরও বলেন, ‘বিগত ৫৪ বছর এবং তার আগের ২০০ বছরের ইতিহাসে দেখা যাবে, বাংলাদেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমেই জনপ্রতিনিধি নির্বাচনে অভ্যস্ত। সংবিধান অনুযায়ী সরাসরি ভোটের মাধ্যমেই প্রতিনিধি নির্বাচনের কথা বলা আছে। যারা নতুন পদ্ধতির কথা বলছেন, তারা চাইলে সেটি তাদের নির্বাচনী ইশতেহারে রাখতে পারেন। জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয়, তখন তারা পিআর বাস্তবায়নের উদ্যোগ নিতে পারেন।’

বিএনপি এই বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার জানিয়ে ডা. জাহিদ বলেন, ‘যারা আজ পিআর চাইছেন, তাদের মধ্যে বিগত ৫০-৬০ বছরে কয়জন জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছেন? দেশের মানুষ কয়জনকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে? সেই ইতিহাসে উত্তর নেই। তাই দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে, দেশের প্রচলিত সরাসরি নির্বাচনী ব্যবস্থা বজায় রাখা উচিত।’

একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী মধ্য ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রধান উপদেষ্টা যে রোডম্যাপ দিয়েছেন, সেই সময়সূচির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনকে যথাসময়ে নির্বাচন আয়োজনে সব ধরনের সহযোগিতা করবে।’

Related Articles

Back to top button