আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক: ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দূর্গাপুর হাইস্কুল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে বড় বাড়ি ও মুন্সি বাড়ির যুবকদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। পরবর্তী রাতে একদফা সংঘর্ষ হয়। শুক্রবার সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা চলে। আহতদের জেলা সদর হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া এর নেতৃত্বে সেনা সদস্যরা পৌঁছে পরিস্থিতি শান্ত করেন।
থানার পরিদর্শক আবু হেনা মো: মোস্তফা রেজা জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়া বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।”