‘সোলজার’ শুরু করলেন শাকিব খান, যুক্ত হচ্ছেন তানজিন তিশা

অনলাইন ডেস্ক: ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন ছবি ‘সোলজার’-এর শুটিং শুরু হয়েছে রাজধানীর বিভিন্ন লোকেশনে। রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে ছবির প্রথম ধাপের চিত্রায়ণ শুরু হয়। যদিও শুটিং শুরু হলেও এতে এখনো যোগ দেননি শাকিব খান।

সংশ্লিষ্ট একাধিক শিল্পী ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শুরুতে মূলত পার্শ্বচরিত্র ও পরিবেশনির্ভর কিছু দৃশ্য ধারণ করা হচ্ছে। দ্বিতীয় লট থেকে শাকিব খানসহ প্রধান চরিত্রে থাকা শিল্পীরা অংশ নেবেন শুটিংয়ে।

ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি শুটিংয়ে অংশ নেবেন আগামী ১৫ অক্টোবর থেকে।

‘সোলজার’ পরিচালনা করছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, “আমরা একটি দেশপ্রেমনির্ভর গল্প বলার চেষ্টা করছি। এর মধ্যে থাকবে আধুনিক সমাজের বাস্তবতা, মানুষের চিন্তা-ভাবনা এবং আবেগ।”

তিনি আরও বলেন, “গত কয়েক বছরে শাকিব ভাইকে দর্শক যেভাবে দেখে এসেছেন, এবার আমরা তাকে পুরোপুরি নতুনভাবে উপস্থাপন করতে চাই। ‘সোলজার’-এ তিনি হবেন সেই সাধারণ মানুষের প্রতিনিধি, যাদের স্বপ্ন, যন্ত্রণা আর সংগ্রামের গল্প উঠে আসবে।”

ছবির আরও অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান, গুণী নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ, এবং ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী।

উল্লেখ্য, শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল ‘তাণ্ডব’, যা কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এবং দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। তবে ‘সোলজার’-এ তাকে একেবারেই নতুনভাবে পাওয়া যাবে বলে নির্মাতারা আশাবাদ ব্যক্ত করছেন।

Related Articles

Back to top button