প্রত্যাহার না করে ধৈর্য্য ধরলে অনেকেই পরিচালক হতে পারতেন: ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক: বিসিবি নির্বাচনের প্রাক্কালে রাতে এক ফেসবুক পোস্টে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, “প্রথম রায়ের পর অপরিপক্ব এবং অনেকটা তাড়াহুড়োয় সিদ্ধান্ত নিয়ে প্রার্থীরা উইথড্র না করলে নির্বাচনটা আরো সুন্দর হতো। পরবর্তীতে তারা সেই ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে।”
পোস্টটা হুবহু তুলে ধরা হলো-
”আজ বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনেক বাঁধা-বিপত্তি স্বত্বেও বিসিবি এবং মন্ত্রণালয় এবার বিসিবির গঠনতন্ত্র ও জাতীয় ক্রীড়া পরিষদের নীতিমালা অনুযায়ী নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে।
১৫ ক্লাব নিয়ে নানা বিতর্ক এবং অনিয়মের প্রমাণ থাকলেও বিজ্ঞ আদালত তাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে। এবিষয়ে প্রথম রায়ের পর অপরিপক্ব এবং অনেকটা তারাহুরোয় সিদ্ধান্ত নিয়ে প্রার্থীরা উইথড্র না করলে নির্বাচনটা আরো সুন্দর হতো। পরবর্তীতে তারা সেই ভুল বুঝতে পারলেও তখন অনেক দেরি হয়ে গিয়েছে।
উইথড্র করা ক্লাব সংগঠকদের পক্ষ থেকে রিশিডিউল করার দাবি থাকলেও একেবারে শেষ পর্যায়ে এমনটা করা সম্ভব ছিল না। একদিকে বিসিবির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবার পরে নির্বাচন করলে জটিলতা সৃষ্টি হতে পারতো, অন্যদিকে নির্বাচন আয়োজন করতে বিজ্ঞ আদালতের আদেশ। উইথড্র না করে ধৈর্য্য ধরলে আপনাদের অনেকেই আজ ডিরেক্টর হিসেবে নির্বাচিত হতে পারতেন।
তবে ক্রিকেটের উন্নয়নে আপনাদের দক্ষতাকেও কাজে লাগাতে আগ্রহী সরকার। পরবর্তী নির্বাচিত বোর্ডের সাথে আলোচনা সাপেক্ষে বিভিন্ন কমিটিতে ক্রিকেটের উন্নয়নে আপনাদের কাজ করার সুযোগ তৈরী করার প্রস্তাব ইতিমধ্যেই দিয়েছি।
আফগানিস্তানের সাথে আজকের সিরিজ জয় আমাদের সুন্দর আগামীর ইঙ্গিত দেয়। যারা নির্বাচিত হবেন যথাযথ ভাবে নিজেদের দায়িত্ব পালন করবেন এই প্রত্যাশা থাকলো।”
