কলকাতায় তোপের মুখে জয়া

অনলাইন ডেস্ক: দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলাতেই সমান দক্ষতায় অভিনয় করে যাচ্ছেন। ফলে দুই দেশেই তিনি সমানসংখ্যক ভক্ত-অনুরাগীর ভালোবাসা কুড়িয়েছেন। দেশে অসংখ্য সফল সিনেমায় অভিনয়ের পর, টালিউডেও তিনি একের পর এক ছবিতে দাপটের সঙ্গে কাজ করছেন।

তবে দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রীকে তোপের মুখে পড়তে হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে জয়া আহসানকে আমন্ত্রণ করায় রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। রাজ্য সরকার আয়োজিত দুর্গাপূজার কার্নিভ্যালে অতিথি হিসেবে জয়া আহসান উপস্থিত হওয়ায় বিজেপি বিক্ষোভ দেখায়। রোববার (৫ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে এ ঘটনা ঘটে। ইটিভি ভারতের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

যদিও বিজেপির বিক্ষোভের মুখোমুখি হতে হয়নি জয়াকে। এ অভিনেত্রী দুর্গাপুর ছাড়ার পর বিক্ষোভ-মানববন্ধন শুরু করে দলটি। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই দুর্গাপুর কার্নিভ্যাল চতুর্থ বর্ষে জাঁকজমকপূর্ণভাবেই চলছিল।

দুর্গাপুরের চতুর্থ বর্ষের কার্নিভ্যালের মূল আকর্ষণ হিসেবে উপস্থিত হন এপার-ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এ মঞ্চে রবীন্দ্রসংগীত গাওয়ার পাশাপাশি, দর্শকদের সামনে নানা কথা তুলে ধরেন জয়া। এ পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু জয়া মঞ্চ ছাড়তেই বিতর্ক তুঙ্গে তোলে বিজেপি।

তবে জয়া মঞ্চ ত্যাগ করার পর বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিজেপি অভিযোগ করেছে, মঞ্চে বাংলাদেশি অভিনেত্রীকে আমন্ত্রণ করা মা দুর্গাকে অপমানের সমতুল্য।

বিক্ষোভকারীরা দাবি করেছেন, রাজ্যের নিজস্ব শিল্পী ও সাংস্কৃতিক প্রতিভাকে উপেক্ষা করে বিদেশি তারকা আনা হয়েছে, যা স্থানীয় শিল্পীদের প্রতি অসম্মান প্রদর্শন করছে।

বিক্ষোভকারীরা আরও বলেন, এক বাংলাদেশি নাগরিককে দুর্গাপুরের কার্নিভ্যালে আমন্ত্রণ জানানো দায়িত্বজ্ঞানহীন ও প্রশ্নযুক্ত সিদ্ধান্ত। এমন উদ্যোগ দেশের সাংস্কৃতিক স্বাতন্ত্র্যকে হানি করছে।

দূর্ঘটনা বা বিশৃঙ্খলার আশঙ্কা এড়াতে জেলা প্রশাসন ও পুলিশ পরিস্থিতি মনিটরিং করে। তবে স্থানীয়দের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে সমালোচনা ও আলোচনা অব্যাহত রয়েছে। দুর্গাপুর কার্নিভ্যালের পরবর্তী দিনগুলোতেও স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীদের অংশগ্রহণ নিয়ে সর্তকতা এবং মতবিরোধের সম্ভাবনা রয়ে গেছে।

Related Articles

Back to top button