ইলিশ আহরণে নিষেধাজ্ঞা

পটুয়াখালীতে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ২

অনলাইন ডেস্ক: পটুয়াখালীর দুমকিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দসহ দুজনকে আটক করা হয়েছে।

গতকাল শনিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের পায়রা নদীর তীরবর্তী আলভী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—পাঙ্গাসিয়া ইউনিয়নের হাকিম খানের ছেলে মো. মনির হোসেন এবং মৃত খলিল ফরাজীর ছেলে কাইয়ুম ফরাজী।

দুমকি উপজেলার মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জানান, ‘ইলিশের প্রজনন মৌসুমে ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদী ও সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, কিছু অসাধু জেলে চুপিচুপি কারেন্ট জাল বিক্রি করছে।’

পরে পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযানে ওই দুই ব্যক্তিকে জাল বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় ৫০ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দুমকি উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক।

তিনি বলেন, ‘প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। ইলিশের প্রজনন নিরাপদ করতে এই ২২ দিন ধরা, বিক্রি, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। ২৫ অক্টোবর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।’

পটুয়াখালী জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৮০ হাজার ২০ জন। এর মধ্যে ৬৭ হাজারের বেশি জেলে ২৫ কেজি করে সরকারি ভিজিএফ সহায়তা পাচ্ছেন এ সময়।

Related Articles

Back to top button