অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ

শেষ ষোলোয় আর্জেন্টিনা, গ্রুপপর্বেই বিদায় নিলো ব্রাজিল

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল যখন জয়রথ ছুটিয়ে ফিফা যুবা বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে, তখন চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল বিদায়ের তিক্ত স্বাদ নিয়ে ফিরেছে ঘরে।

রোববার (৫ অক্টোবর) ভোরে ডি গ্রুপের শেষ ম্যাচে ইতালিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচে শতভাগ জয় তুলে নিয়ে তারা ৯ পয়েন্ট নিয়ে জায়গা করে নেয় রাউন্ড অব সিক্সটিনে।

ইতালির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল। ৬১ শতাংশ বল দখলে রেখে তারা নেয় ১৩টি শট, যার মাত্র একটিই লক্ষ্যে ছিল। তবে সেই একটি শটই ম্যাচ জয়ের জন্য যথেষ্ট হয়। ৭৪তম মিনিটে আনদ্রাদার পাস থেকে ডিফেন্ডার ডিলান তমাস গোরোসিতো গোলটি করেন।

অন্যদিকে, ব্রাজিলের জন্য দিনটি ছিল বাঁচা-মরার লড়াইয়ের। প্রথম দুই ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র এবং মরক্কোর বিপক্ষে হারের পর, স্পেনের বিপক্ষে জয়ই ছিল শেষ ষোলোতে যাওয়ার একমাত্র পথ।

তবে লড়াকু পারফরম্যান্স করেও গোলের দেখা পায়নি সেলেসাওরা। অষ্টম মিনিটেই জোয়াও ক্রুজের ভলি পোস্টে লেগে বাইরে চলে যায়। একাধিক আক্রমণ করেও স্পেনের গোলরক্ষক ফ্রান গঞ্জালেজকে পরাস্ত করতে ব্যর্থ হয় ব্রাজিল।

৪৭তম মিনিটে ইকার ব্রাভোর একমাত্র গোলে ম্যাচ জিতে নেয় স্পেন। পাবলো গার্সিয়ার পাস ধরে ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন তিনি।

৩ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে সি গ্রুপের তলানিতে থেকে বিশ্বকাপ থেকে ছিটকে যায় ব্রাজিল।

Related Articles

Back to top button