পাহাড়ে সব সম্প্রদায়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান বিজিবির

অনলাইন ডেস্ক: পাহাড়ে বসবাসরত সব সম্প্রদায়কে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিজিবির খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো. আব্দুল মোত্তাকিম।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির স্বনির্ভর বাজারে এক সংবাদ সন্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি সাংবাদিকদের খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত তথ্য তুলে ধরার অনুরোধ করেন।

সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার উল্লেখ করেন, ‘খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি নিরবচ্ছিন্নভাবে সাধারণ মানুষের পাশে থেকে পরিস্থিতি মোকাবেলা করবে।’

খাগড়াছড়ি সেক্টর কমান্ডার আরও বলেন, ‘গত ২৭ সেপ্টেম্বর জেলার স্বনির্ভর বাজার ও চেংগী স্কোয়ারের আশপাশে পাহাড়ি ছাত্র জনতা ও বাঙ্গালীদের মধ্যে সহিংসতা রোধে ৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া আরও ২ প্লাটুন বিজিবি সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে।’

Related Articles

Back to top button