নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে আনছে জামায়াত: হাফিজ

অনলাইন ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, জনরায়কে ভয় পায় বলেই নির্বাচন বাধাগ্রস্ত করতে পিআর ইস্যু সামনে এনেছে জামায়াত ইসলামী। সোমবার (২৯ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।

হাফিজ উদ্দিন বলেন, জামায়াত এই দেশে এখন বলতে চায়- পিআর সিস্টেম ছাড়া নির্বাচন হতে দেবো না। আরে এটা অদ্ভূত কথা, এদেশের মানুষের কথার কোনো মূল্য নেই। জনগণের রায় হবে না।

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, আবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু করেছে স্বাধীনতাবিরোধীরা।

তিনি আরও বলেন, বাংলাদেশ এখন যুগসন্ধিক্ষণে। কেউ কেউ প্রচার করছেন আবার কেউ কেউ ওয়াদা করছেন তারা ক্ষমতায় গেলে নাকি এই এই করবেন। যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের বিপক্ষে দাড়িয়েছিলেন।

আলোচনায় উঠে আসে খাগড়াছড়ির সংঘর্ষের ঘটনা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজের অভিযোগ করেন, ভারতে বসে ষড়যন্ত্র করে পাহাড়কে অশান্ত করছে পতিত স্বৈরাচার। পতিত স্বৈরাচার ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা অফিস নিয়ে তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে বাংলাদেশে প্রতিদিন নির্বাচন পর্যন্ত সহিংসতা চালাবে। পাহাড়ে শুরু হয়েছে পুরোনা খেলা। এই চট্টগ্রাম পাহাড়ে ভারতীয় পতাকা উড়ত বহুবছর আগে থেকে। কেবলমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সেখানে বাঙালিদের পাহাড়ে পুনর্বাসন করে জনসংখ্যার মধ্যে একটা সমতা এনেছিলেন। তার জন্য তারা এখন ভারতের পক্ষ স্বাধীনতা ঘোষণা করতে পারছে না।

Related Articles

Back to top button