ত্রিশালে বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ, আটক দুই ভাই

অনলাইন ডেস্ক: ময়মনসিংহের ত্রিশালে রেস্তোরাঁয় সরবরাহের জন্য নিয়ে যাওয়া বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুই ভাইকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ত্রিশাল উপজেলার বালিপাড়া মোড় এলাকা থেকে একটি ভ্যানে করে গোপনে মরা মুরগি সরবরাহ করা হচ্ছিল বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন বস্তা সাদা প্লাস্টিকে মোড়ানো মরা মুরগি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ত্রিশালের গফাকুড়ি মোড় এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার দুই ছেলে—লিখন (২৫) ও সিয়াম (১২)। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার মাহবুবুর রহমান বলেন, “মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির যে কোনো চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পুলিশ সদস্যরাও অংশ নেন। এর আগে, গত ২১ সেপ্টেম্বরেও মরা মুরগি বিক্রির দায়ে দুইজনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।