জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে বিএনপির মিছিল

অনলাইন ডেস্ক: কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

গতকাল সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় ছুরিকাঘাতে নিহত হন আমজাদ। তিনি চৌফলদন্ডীর নতুন মহাল বাজার জামায়াতে ইসলামীর যুব বিভাগ ইউনিটের সেক্রেটারি ছিলেন।

জানা গেছে, নতুন মহাল এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন, পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমজাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর মডেল থানার ওসি মুহাম্মদ ইলিয়াস খান বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা অব্যাহত আছে।

এদিকে, আমজাদের মৃত্যুর খবরে তাৎক্ষণিক হাসপাতালে যান কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভয়াবহ, আমজাদ হত্যাকাণ্ড তারই নজির। অনতিবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

রাত ১০টার দিকে কক্সবাজার শহরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের পর পথসভায় হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা জড়িত দাবি করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

Related Articles

Back to top button