ছেলের জন্মদিনে পরিবারের সদস্যদের সঙ্গে শাকিব-অপু, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান এবং আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস এর একমাত্র সন্তান আব্রাহাম খান জয় ১০ বছরের পা রেখেছে। ছেলের এই বিশেষ দিনে, তার বাবা-মার পারিবারিক মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি প্রকাশের পর থেকে ভক্ত ও অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যায়, শাকিব খান, অপু বিশ্বাস এবং পরিবারের অন্যান্য সদস্যরা একত্রে জয়ের জন্মদিন উদযাপন করছেন। জন্মদিনের কেক, আনন্দঘন হাসি-মুখ, আর পারিবারিক উচ্ছ্বাস- সবকিছুই ভিডিওতে ফুটে উঠেছে।

ভিডিওতে দেখা যায়, বাবার কোলে বসে আছে জয়। সামনে রাখা জন্মদিনের কেক আর মায়ের উষ্ণ হাসি যেন পুরো দৃশ্যটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। এই সময় অপু বিশ্বাস জয়ের হাতে কেক তুলে দেন। এরপর শাকিব খানও কেক খেতে অংশ নেন। ছোট্ট জয় তার বাবা-মা’র সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করছে।

ভিডিওটি প্রকাশের পর অনুরাগীরা এই পরিবারের বন্ধুত্বপূর্ণ ও উষ্ণ মুহূর্ত দেখে মুগ্ধ হয়েছেন। অনেকেই মন্তব্য করেছেন, ‘জয়ের সঙ্গে শাকিব-অপুর হাসি একেবারেই হৃদয়স্পর্শী।’

ছেলের জন্মদিনে পরিবারের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
জন্মদিনের আয়োজনে শাকিবের পরিবারের অন্য সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে। বাবা-মা’র সঙ্গে ছেলের মিষ্টি মুহূর্তগুলো এবং পুরো পরিবারের উষ্ণ বন্ধন ভিডিওতে স্পষ্ট। এসব মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তরা শাকিব-অপু এবং জয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন।

এক বিশেষ দিক হলো, এই ভিডিওতে দেখা যায়, শাকিব এবং অপু শুধুমাত্র বাবা-মা হিসেবেই নয়, বন্ধু ও সহকর্মীর মতো ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন। এটি তাদের সম্পর্কের মানসিক গভীরতাকে ফুটিয়ে তোলে।

উল্লেখ্য, শাকিব খান ও অপু বিশ্বাস ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বিয়ে করেন। তাদের দীর্ঘদিনের সম্পর্কের পরে, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান জয়।

জয়ের জন্মের পর, অপু বিশ্বাস তাকে প্রথমে প্রকাশ্যে আনেন। তবে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়। কিছু সময়ের মধ্যেই তারা আলাদা হয়ে যান। কিন্তু সন্তানের কারণে মাঝে মাঝে এই জুটিকে একসাথে দেখা যায়।

ছেলে জয়ের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
ভিডিও প্রকাশের পর জানা যায়, শাকিব এবং অপু তাদের সন্তান জয়ের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন। কিছু সূত্রের খবর অনুযায়ী, শীঘ্রই তারা জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে তারা জয়ের স্কুল ভর্তি প্রক্রিয়ার কাজ সম্পন্ন করবেন।

ভক্তরা এই খবর শুনে আনন্দ প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, ‘শাকিব-অপু, আপনারা সবসময় সন্তানকে প্রথমে ভাবেন, এটি সত্যিই প্রশংসনীয়।’

ভিডিওটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিওটি কোটি ভিউ ছাড়িয়েছে।

অনুরাগীরা মন্তব্য করেছেন, ‘জয়ের সঙ্গে বাবা-মার মুহূর্তগুলো সত্যিই হৃদয় স্পর্শ করে।’ কেউ লিখেছেন, ‘শাকিব-অপু এখনো একসাথে থাকা না থাকা সত্ত্বেও সন্তানকে নিয়ে যে সম্পর্ক তারা দেখাচ্ছেন, তা সত্যিই অনন্য।’

ছেলের জন্মদিনে পরিবারের সঙ্গে শাকিব খান ও অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
ভিডিওটি বিভিন্ন ফ্যান পেজেও শেয়ার করা হয়েছে এবং তা এখন পর্যন্ত বিনোদন বিষয়ক আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

জন্মদিনে আয়োজন করা হয় ছোট্ট পার্টি, যেখানে শুধু পরিবার নয়, ঘনিষ্ঠ বন্ধুরাও উপস্থিত ছিলেন। কেক কেটে আনন্দ ভাগাভাগি, গান-বাজনা, হালকা খেলা- সবকিছুই ভিডিওতে ধরা পড়েছে।

শাকিব খান কেক কেটে ছেলের জন্য শুভেচ্ছা জানিয়েছেন। অপু বিশ্বাসও জয়কে স্পেশাল মুহূর্তের জন্য হাতেখড়ি দিয়েছেন। ছোট্ট জয়ও বাবা-মার সঙ্গে হাসি-ঠাট্টা করে আনন্দ ভাগাভাগি করেছে।

শাকিব খান এবং অপু বিশ্বাসের সম্পর্ক বহুবার সংবাদমাধ্যমে আলোচিত হয়েছে। যদিও তারা আলাদা জীবনযাপন করছেন, সন্তানের কারণে মাঝে মাঝে একসাথে দেখা দেয়। এই পারিবারিক মুহূর্তগুলো ভক্তদের কাছে প্রমাণ করছে যে, সন্তানের জন্য সব পার্থক্য ভুলে যাওয়া যায়।

অনেক সমালোচনার মাঝেও, এই ভিডিওতে দেখা যায় তাদের পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। বিশেষ করে জন্মদিনের মতো বিশেষ দিনে, বাবা-মা একসঙ্গে ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন- এটি একটি সুন্দর উদাহরণ।

শাকিব খান ও অপু বিশ্বাসের পারিবারিক জীবন, বিশেষ করে সন্তান জয়কে নিয়ে তাদের উষ্ণ মুহূর্ত, ভক্তদের মনে আনন্দ ও আগ্রহ সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের ভাইরাল ভিডিও প্রমাণ করেছে যে, তাদের পারিবারিক বন্ধন এখনো অটুট।

ছোট্ট জয় বড় হতে চলেছে, কিন্তু তার জন্মদিন উদযাপন এবং বাবা-মা’র সঙ্গে কাটানো মুহূর্তগুলো নিশ্চিতভাবে তার জীবনের মধুর স্মৃতি হয়ে থাকবে।

ভক্তরা আশা করছেন, শাকিব-অপু ভবিষ্যতেও সন্তানের জন্য একসাথে থাকবেন এবং তাদের পারিবারিক মুহূর্তগুলো নিয়মিতভাবে ভাগ করবেন।

Related Articles

Back to top button