মুক্তি পেল সিনেমা, লাপাত্তা নায়িকা নিশাত সালওয়া!

অনলাইন ডেস্ক: নতুন সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ মুক্তি পেয়েছে, কিন্তু নায়িকা নিশাত সালওয়া কোথায় আছেন, তা কেউ জানে না। সিনেমা সংশ্লিষ্টদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, নায়িকার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তিনি কোথায় আছেন, জানি না। ছবির প্রচারণা আমাদেরই চালাতে হচ্ছে।
২০১৮ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন নিশাত। এরপর বিজ্ঞাপনচিত্র ও সিনেমায় কাজ শুরু করেন। প্রথম সিনেমা ‘স্বপ্নে দেখা রাজকন্যা’–তে তিনি জুটি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে। সিনেমার শুটিং শুরু হয় ২০১৯ সালে, শেষ হয় ২০২০ সালে। মুক্তির দিন কয়েকবার পেছানোর পর অবশেষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দেশের ২৭ প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’।
ছবিতে নিশাত ও আদর ছাড়া আরও অভিনয় করেছেন মৌসুমী মিথিলা, শিমুল খান, রেবেকা, সুব্রত, মারুফ আকিব, আলী রাজ প্রমুখ।
‘স্বপ্নে দেখা রাজকন্যা’ ছবির শুটিংয়ের সময়ে নিশাত সালওয়া তখন বলেছিলেন, ‘চলচ্চিত্র বড় পরিসরের কাজ। খুব দ্রুত সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানো যায়। সিনেমায় কাজ করার যে স্বপ্নটা লালন করে রেখেছিলাম, সেটা পূরণ হলো। আমি নিজের যোগ্যতা ও মেধার সর্বোচ্চটা ঢেলে দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার চেষ্টা করব।’
তিনি বরেণ্য পরিচালক সারাহ বেগম কবরীর সঙ্গে ‘এই তুমি সেই তুমি’ সিনেমাতেও কাজ করেছেন। কয়েক বছর আগে ছবির শুটিং শেষ হলেও এখনো মুক্তি পায়নি। কবে মুক্তি পাবে, সে ব্যাপারেও কিছু জানাতে পারেননি কবরীর ছেলে শাকের চিশতি (কবরীর মৃত্যুর পর তিনি ছবিটির যাবতীয় কাজ শেষ করার দায়িত্ব নেন)। সালওয়া এই ছবিতে অভিনয় করেন রিয়াদ রায়হানের বিপরীতে।