ভারতের হাজারো ওয়েবসাইট হ্যাকারের কবলে, লেখা– ‘হ্যাকড বাই শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক: ভারতের সরকারি দপ্তর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের হাজারো ওয়েবসাইট হ্যাক হয়েছে। বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলার দায় স্বীকার করেছে একদল হ্যাকার।

হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এসব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, ‘হ্যাকড বাই শেখ হাসিনা’ শিরোনামের ব্যানার ঝুলছে। তাতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে।

ওই সাইটগুলোতে ভারতীয় হ্যাকারদের উদ্দেশে অবজ্ঞাসূচক কথাও ছড়িয়ে দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশের কোনো একটি আইটি অবকাঠামো আক্রান্ত হলে ভারতীয় সাইবার স্পেসকে নরক বানিয়ে দেওয়া হবে।’

আরও হুমকি দিয়ে লেখা হয়েছে, ‘কোন দেশের ওয়েবসাইট সব চাইতে বেশি দুর্বল সেটা সবাই জানে।’

গত কয়েক দিন ধরে ভারতীয় হ্যাকাররা নিয়মিতভাবে বাংলাদেশের ওয়েবসাইটে হামলা চালাচ্ছিল। ধারণা করা হচ্ছে, এর জবাব হিসেবেই এবার পাল্টা আক্রমণ চালিয়েছে বাংলাদেশি হ্যাকাররা।

প্রমাণ হিসেবে হ্যাকাররা তাদের টেলিগ্রাম চ্যানেলে হ্যাকিংয়ের লিংক পোস্ট করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লিংকগুলোতে হ্যাকড নোটিশ দৃশ্যমান ছিল।

Related Articles

Back to top button