আমাদের তরুণরা মনে করে রাজনীতিতে কোনো সততা নেই: জেনিফার লরেন্স

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জেনিফার লরেন্স। তিনি বলেন, ‘ইদানীং যুক্তরাষ্ট্রে যে ধরনের অসম্মান ও হিংসার পরিবেশ তৈরি হয়েছে, সেটা শিশুদের জন্য বিপজ্জনক। আমাদের তরুণরা মনে করে রাজনীতিতে কোনো সততা নেই, রাজনীতিবিদরা মিথ্যা বলেন এবং সহমর্মিতা নেই।’

স্পেনের সান সেবাস্তিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৭৩তম আসরে উপস্থিত হয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স। এই উৎসবে প্রদর্শিত হয়েছে লরেন্সের নতুন সিনেমা ‘ডাই মাই লাভ’। তিনি এই উৎসবে সর্বকনিষ্ঠ অভিনেত্রী হিসেবে সর্বোচ্চ সম্মানিত পুরস্কার ডোনোস্টিয়া অ্যাওয়ার্ড লাভ করেন।

উৎসবের সংবাদ সম্মেলনে ফিলিস্তিনের পরিস্থিতি বর্তমান পরিস্থিতি নিয়ে মতামত জানতে চাইলে লরেন্স বলেন, ‘আমি ভীত। এটা মর্মান্তিক। গাজায় যা ঘটছে, তা গণহত্যার চেয়ে কম নয়। এটি মেনে নেওয়া যায় না। আমার সন্তানদের জন্য, আমাদের সবার সন্তানদের জন্য আমি আতঙ্কিত।’

শুধু ফিলিস্তিন নয়, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অবস্থা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিশ্বের এক প্রান্তে যা ঘটছে, তা উপেক্ষা করা যায় না। বিশ্বের এক প্রান্তে এই মুহূর্তে যা ঘটছে, তা উপেক্ষা করার কোনো সুযোগ নেই। আপনার দেশেও সেটা ঘটতে বেশি সময় লাগবে না। তবে শিল্পীদের ওপর রাজনৈতিক সমস্যার সমাধানের দায়ভার দেওয়া ঠিক হবে না। অনেক সময় কথা বলতেও ভয় লাগে, কারণ আমার বক্তব্যকে বিকৃতভাবে ব্যবহার করা হতে পারে।’

উৎসবের আগে অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। এবার একই ভাবনা শোনা গেল জেনিফার লরেন্সের কথায়।

Related Articles

Back to top button