বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যে কূটনৈতিক ভিসা অব্যাহতি চুক্তি সই

অনলাইন ডেস্ক: কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ ও উজবেকিস্তান।

জাতিসংঘ সদর দপ্তরে ৮০তম সাধারণ পরিষদ অধিবেশনের সাইডলাইনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বখতিয়র সাইদভের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপাক্ষীয় বৈঠকে এই চুক্তি সই করা হয়।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উজবেকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের সুযোগ এবং বাংলাদেশ থেকে উজবেকিস্তানে আধাদক্ষ ও দক্ষ মানবসম্পদ রফতানিসহ বাণিজ্য, বিনিয়োগ, উচ্চশিক্ষা ও যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়ে তারা আলোচনা করেন।

এ ছাড়া তারা বহুপাক্ষিক ফোরামে সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

Related Articles

Back to top button