‘পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া’

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী-দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, পিআর চাওয়ার একটি উদ্দেশ্য হলো বেশি সিট পাওয়া। আরেকটি হচ্ছে দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, যাতে মেজোরিটি পার্টি ক্ষমতায় না আসতে পারে। এ সময় যারা কম জনপ্রিয় তাদের জন্য পিআর লাভজনক।

সম্প্রতি রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় এক পথসভায় তিনি এ কথা বলেন।

মীর নেওয়াজ বলেন, পিআর পদ্ধতিতে (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) নির্বাচন হলে শেখ হাসিনার মতো আরেকটি ফ্যাসিস্ট বা দুর্বল সরকার তৈরি হতে পারে। এমনটা হলে দেশ স্থায়ীভাবে অস্থিতিশীল হবে।

বিএনপির এই নেতা নেওয়াজ আলী আরও বলেন, কোন পদ্ধতি ভোট হবে তা সংবিধানে স্পষ্টভাবে বলা আছে। সংবিধানে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের কথা বলা রয়েছে। তা জানতে জামায়াতকে সংবিধানে খুলে দেখতে হবে।
তিনি বলেন, কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ কোনো আবদার মেনে জাতিকে বিপদে ফেলা যাবে না। এই সরকার সাংবিধানিক সরকার। তাই সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষা করে আইনানুগভাবে সরকারকে চলতে হবে।

উক্ত পথ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ও বক্তব্য রাখেন দৈনিক নওরোজ প্রত্রিকার সম্পাদক সামসুল আলম দুরানী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য ও সাবেক কাউন্সিলর আনোয়ার পারভেজ বাদল, বৃহত্তর লালবাগ থানা সাবেক যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন বাবলু, সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা যুবদল সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা ছাত্রদল সদস্য সচিব নেসার উদ্দিন রাব্বিসহ প্রমুখ।

Related Articles

Back to top button