ঠাকুরগাঁওয়ে চাঁদা না দেওয়ায় অটোরিকশা চালককে মারধর, মধ্যরাতে থানার সামনে বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁওয়ে চাঁদা দিতে অস্বীকার করায় আবু সাঈদ (৩৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালককে মারধর করেন করেন একপক্ষ। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে থানার সামনে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে শহরের আর্ট গ্যালারিতে চাঁদা দিতে অস্বীকার করায় আবু সাঈদকে মারধর করার পরে অন্য চালকরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করান। রাতে থানায় তারা একজোট হয়ে অভিযোগ দিতে গেলে ওখানেই বিক্ষোভ করেন।

ভুক্তভোগী আবু সাঈদ অভিযোগ করে বলেন, ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জ রোডে প্রতিদিন প্রায় ৫০টি অটোরিকশা চলাচল করে। এসব গাড়ি থেকে প্রতি চালককে ২৫ টাকা করে দিতে হয় পাগলু সমিতিকে। দেশের প্রেক্ষাপট বদলে গেছে। এখনো যদি আমাদের চাঁদা দিতে হয় তাহলে এর মানে কি? তাই আমরা চালক-মালিকরা সিদ্ধান্ত নেই আর চাঁদা দেব না। সেই সিদ্ধান্তের পর চাঁদা না দেওয়ায় প্রায় ৩০ থেকে ৪০ জন আমাকে মারধর করেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মিশুক, অটোরিকশা ও অটোট্যাম্পু মালিক সমিতির নেতারা জানান, ন্যায় বিচার না পেলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একইসঙ্গে তারা আজ রাতেই থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে পাগলু মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ বলেন, ঘটনাটি সত্য নয়। ড্রাইভারদের মধ্যে হাতাহাতি হয়েছে। বিষয়টি সমাধানের জন্য সালিশে বসা হবে। এরপরই প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোওয়ার আলম খান বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button