মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করল এনসিপি

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা মাহিন সরকারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছ।

গতকাল শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই আদেশ প্রত্যাহার করা হয়।

চিঠিতে বলা হয়, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে মাহিন সরকারকে তার পূর্বের পদে ফিরিয়ে আনা হলো।

এরআগে, গুরুতর দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে গত ১৮ আগস্ট জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়।

Related Articles

Back to top button