২৪ সিনেমাকে পেছনে ফেলে অস্কার দৌড়ে নির্বাচিত ‘হোমবাউন্ড’

অনলাইন ডেস্ক: ভারত থেকে এ বছরের ৯৮তম অস্কার আয়োজনে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগের জন্য নির্বাচিত হয়েছে ভারতীয় সিনেমা ‘হোমবাউন্ড’। ভারতের ২৪টি ছবিকে পেছনে ফেলে অস্কারের বিদেশি ভাষার সিনেমা প্রতিযোগিতায় জায়গা করে নিচ্ছে নীরজ ঘায়ওয়ান পরিচালিত এই সিনেমাটি।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কলকাতায় ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। প্রায় সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে ভারতের প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ভারতের এক গ্রামে বড় হওয়া দুই শৈশববন্ধুর পুলিশে চাকরির স্বপ্ন ও তাদের বন্ধুত্ব, আশা ও হতাশার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আগামী ২৬ সেপ্টেম্বর। ছবিতে অভিনয় করেছেন ঈশান খাট্টার ও জাহ্নবী কাপুরসহ নতুন প্রজন্মের অভিনেতারা।

বলে রাখা দরকার, সিনেমাটির পরিচালক নীরজ ঘায়ওয়ানের প্রথম সিনেমা ‘মাসান’ (২০১৫) একই বিভাগে প্রদর্শিত হয়েছিল এবং পুরস্কার জিতেছিল। ‘হোমবাউন্ড’ ঘায়ওয়ানের দ্বিতীয় ছবি, যার ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল চলতি বছরের ২১ মে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এরপর ছবিটি জায়গা করে নেয় টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৫০তম আসরে।

কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটি প্রদর্শনের পর নয় মিনিট ধরে দর্শকরা দাঁড়িয়ে অভিনন্দন জানান। এছাড়াও মেলবোর্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘হোমবাউন্ড’ শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালকের দুটি পুরস্কার জিতে নেয়। টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও সিনেমাটি ‘পিপল’স চয়েস ইন্টারন্যাশনাল’ বিভাগে সেকেন্ড রানার-আপ হয়েছে।

প্রসঙ্গত, এবারের অস্কারে মনোনয়নের জন্য জমা পড়া অন্যান্য সিনেমার মধ্যে ছিল ‘তানভি: দ্য গ্রেট’ (হিন্দি), ‘দ্য বেঙ্গলি ফাইলস’ (হিন্দি), ‘পুষ্পা ২’ (তেলুগু), ‘কান্নাপ্পা’ (তেলুগু), ‘জুগনুমা’ (হিন্দি), ‘কেশরী চ্যাপ্টার ২’ (হিন্দি) এবং ‘ফুলে’ (হিন্দি)। তবে এবার কোনো বাংলা ছবি অস্কার দৌড়ের তালিকায় জায়গা পায়নি।

আসন্ন একাডেমি অ্যাওয়ার্ডের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৫ মার্চ লস অ্যাঞ্জেলেসে, এবং মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে ২০২৬ সালের ২২ জানুয়ারি। গত বছর ভারতের অফিশিয়াল এন্ট্রি ছিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিস’, যদিও সিনেমাটি শর্টলিস্টে স্থান পায়নি।

Related Articles

Back to top button