মুন্সীগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

অনলাইন ডেস্ক: মুন্সীগঞ্জের গজারিয়ায় (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার হোসেন্দী ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াস উদ্দিন, হোসেন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান ও নাজমুলের নেতৃত্বে হঠাৎ যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয়। একই সঙ্গে বিএনপির ওয়ার্ড কার্যালয়ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর জানায়, গত ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ সমর্থিতদের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি নাজমুল, গিয়াস উদ্দিন ও মন্টু চেয়ারম্যান দীর্ঘদিন পালিয়ে থাকার পর গত মঙ্গলবার রাতে এলাকায় ফেরেন। এ সময় থেকেই দু’পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগের লোকজন বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পরে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও মারামারির ঘটনা ঘটে। এতে ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আহতদের মধ্যে শাহাদত, আসিফ, নউরুল ইসলাম ও শুক্কুর আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দু’পক্ষের কত জন আহত হয়েছেন তা সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে উভয় পক্ষের ১১ জন আহত হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছি।’