ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে সতর্ক করলেন রিজভী

অনলাইন ডেস্ক: এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর ছাড়া এবং বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি এরূপ সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া প্রেস বিজ্ঞপ্তি বিষয়ে নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী সকল পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে বলেছেন, কোন স্বার্থান্বেষী কুচক্রী মহল আমার স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করেছে। ফেসবুকে পোস্টকৃত প্রেস বিজ্ঞপ্তিটি সম্পূর্ণরুপে মিথ্যা, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।

প্রেস বিজ্ঞপ্তিটি রিজভীর স্বাক্ষরে বিএনপি’র দফতর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি। এটি সম্পূর্ণরুপে বানোয়াট ও ভুয়া। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির বিষয়ে দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button