অভিষেক-গিল ঝড়ের পর রিশাদের আঘাত 

অনলাইন ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। ভালো শুরুর আভাস দিলেও দুই ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিলে মারমুখী ব্যাটিংয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর দলকে প্রথম সাফল্য এনে দিয়েছেন রিশাদ হোসেন।

গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক জাকের আলী অনিক। শুরুতে নিয়ন্ত্রিত বোলিং করেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

তবে ধীরগতির শুরুর পর নিজেদের খোলস ছেড়ে বের হন গিল ও অভিষেক। টাইগার বোলারদের ওপর চড়াও হন এই দুই ভারতীয় ওপেনার। প্রথম তিন ওভারে মাত্র ১৭ রানের তোলের ভারত।

তবে পরের তিন ওভারে ৫৫ রান সংগ্রহ করেন গিল-অভিষেক। ইনিংসের সপ্তম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৭৭ রানে ১৯ বলে ২৯ রান করা গিলকে ফেরান রিশাদ হোসেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে ভারত।

Related Articles

Back to top button