শিক্ষিকা ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন ডেস্ক: কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস. এম. জিল্লুর রহমান চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামীকে ১০ লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকার বেদার মিয়া, একই ইউনিয়নের পরানিয়া পাড়ার মোস্তাক মিয়া এবং ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বেপারী পাড়ার মো. বেলাল উদ্দিন। রায় প্রদানকালে আসামীরা আদালতে হাজির ছিলেন।

ভুক্তভোগী নারী কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ ডিককুল এলাকার বাসিন্দা। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার সাংবাদিকদের জানান, ২০২২ সালের ১৯ আগস্ট ভুক্তভোগী শিক্ষিকা ইজিবাইক নিয়ে বাড়ী ফেরার পথে বাংলাবাজার ব্রিজ এলাকায় ৩ যুবক ইজিবাইকের গতিরোধ করে। পরে জোরপূর্বক নির্মাণাধীন একটি ভবনে নিয়ে সেই শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে বেদারসহ অজ্ঞাত ৩ জনের বিরুদ্ধে একই বছরের ২৩ আগস্ট কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন। সে সময় এ ঘটনায় তোলপাড় হয়। প্রতিবাদের ঝড় উঠে জেলাজুড়ে।

মামলার বিচারিক প্রক্রিয়া শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন বলে জানা গেছে। রায়শুনে আসামীরা কান্নায় ভেঙে পড়েন।

রায়ে বাদিপক্ষ খুশি। এতে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করছে রাষ্ট্রপক্ষ।

অপরদিকে, ন্যায় বিচার বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে আপীল করা হবে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা।

Related Articles

Back to top button