মা-বাবা হতে চলেছেন, ছবি প্রকাশ করে জানালেন ক্যাটরিনা-ভিকি

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন- বেশ কয়েকদিন ধরে আলোচনায় এই খবর। তবে এ নিয়ে মুখে তালা এঁটে ছিলেন ভিকি-ক্যাট দুজনেই। এবার মুখ খুললেন ক্যাটরিনা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন অভিনেত্রী, পোস্ট করার পর থেকেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

ছবিতে দেখা যায়, নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তে থাকা একটি ছবি ধরে আছেন ভিকি-ক্যাট দুজনেই। ছবিতে ক্যাটরিনাকে সাদা রঙের পোশাকে দেখা গেছে, বেবি বাম্পকে আলতো করে ছুঁয়ে আছেন ভিকি। নায়িকার মুখে তৃপ্তির হাসি। ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।’

তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে তারকা দম্পতি এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পোস্টটির মাধ্যমে তারা নিজেরাই এই সুখবরটি নিশ্চিত করলেন।

এতদিন ক্যাটরিনার এই খবরের অপেক্ষায় ছিলেন ভক্তরা। তাই পোস্ট দিতেই ভাইরাল হয় তা। মন্তব্যের ঘরে মুহুর্মুহু শুভেচ্ছা জানাতে থাকেন অনুরাগীরা। বলিউড তারকারাও অভিনন্দন রেখে গেছেন কমেন্টবক্সে।

জাহ্নবী কাপুর লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ নেহা ধুপিয়া লেখেন, ‘ভীষণ ভীষণ ভালো লাগছে। চিৎকার করছি। কাদঁছি। তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসি।’ এক নেটিজেন লেখেন, ‘তিন বছরের জল্পনা কল্পনার পর অবশেষে শান্তি। দারুণ লাগছে খবর শুনে।’

কয়েক মাস ধরেই বি-টাউনে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাবা-মা হচ্ছেন ক্যাটরিনা ও ভিকি। এর মধ্যে গতকাল সোমবার সন্ধ্যায় ‘হোমবাউন্ড’ সিনেমার প্রিমিয়ারে একা হাজির হয়েছিলেন ভিকি। এরপর বিষয়টি নিয়ে গুঞ্জনটা আরও খানিকটা ভিত্তি পায়।


ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
গুঞ্জনের মধ্যেই এই তারকা দম্পতি জানালেন, তাদের ঘর আলো করে নতুন অতিথি আসছে। অক্টোবর মাসেই সন্তানের জন্ম হতে পারে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি রিসোর্টে রাজকীয়ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। এবছর ডিসেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এর আগেই তাদের সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে।

Related Articles

Back to top button