নিউইয়র্কে ইউনূসের সফরসঙ্গীদের হেনস্তার ঘটনায় গণঅধিকার পরিষদের নিন্দা

অনলাইন ডেস্ক: নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীদের ওপর হামলার চেষ্টা ও হেনস্তার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ। সফরসঙ্গীদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এবং যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা ছিলেন।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, ‘এই হামলার চেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের ওপর সরাসরি আঘাত। এটি শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিসরেও দেশের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে।’

নেতারা অভিযোগ করেন, ‘আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীরা দেশে গণহত্যায় জড়িত থাকার পর বিদেশে পালিয়ে গিয়ে সেখানেও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’

তারা আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে এমন হামলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক ও অস্থিরতা সৃষ্টি করছে। এই ধরনের ঘটনা রোধে বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ দাবি করছি।’

গণঅধিকার পরিষদ মনে করে, এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে গত ২৯ আগস্ট সংগঠনের সভাপতি নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর পুলিশ ও সেনাবাহিনীতে থাকা আওয়ামীপন্থী দুর্বৃত্তরা হামলা চালায়। এরপর যুক্তরাষ্ট্রে উপদেষ্টা মাহফুজের ওপরও হামলার চেষ্টা করা হয়।

নেতারা বলেন, ‘একটির সঙ্গে অন্যটির মিল রয়েছে, যা স্পষ্টভাবে রাজনৈতিক দমন-পীড়নের ধারাবাহিকতা নির্দেশ করে। এসব ঘটনার বিচার না হওয়ায় ভবিষ্যতে আরও বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। তাই সরকারের প্রতি আমরা কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

Related Articles

Back to top button