নন-ক্যাডার পদে নিয়োগ প্রসঙ্গে সারজিসের বার্তা

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, নন-ক্যাডার পদে নিয়োগ বিধিমালা সংশোধন আগামী সপ্তাহেই অনুমোদন হবে বলে আমাদের প্রত্যাশা। এ বিষয়ে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন।
গতকাল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সারজিস বলেন, আমরা মনে করি, জুলাই অভ্যুত্থানের শুরুটা হয়েছিল যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন দিয়ে। যেখানে সর্বপ্রথম রাজপথে নেমেছিল আমাদের চাকরি প্রত্যাশী ভাই-বোনেরা। সেই জায়গা থেকে আমাদের কাছে তাদের যৌক্তিক দাবিগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেগুলো নিয়ে সবসময় কথা বলে এসেছি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টা কথা দিয়েছেন আগামী সপ্তাহে এটি তার টেবিলে আসার সঙ্গে সঙ্গেই অনুমোদন দিয়ে দেবেন। পাশাপাশি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পিএসসিতে ৪৩তম বিসিএস-এর যে নন-ক্যাডার প্রার্থীদের জন্য অধিযাচিত যে পদগুলো রয়েছে নন-ক্যাডারে, সেগুলোতে দ্রুততম সময়ে তাদের সুপারিশের প্রস্তাব করেছি।
তিনি আরো বলেন, আমরা মনে করি, যোগ্য মানুষদের সঙ্গে নৈতিকভাবে অন্যায় করা হয়। একজন মানুষ এবার শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন, পরেরবার তিনি অন্য ক্যাডার প্রত্যাশায় যখন আবার পরীক্ষা দেন কিন্তু পুনরায় শিক্ষা ক্যাডার পান, তখন তিনি সিনিয়রিটির জন্য পূর্বের ক্যাডারেই থেকে যান।
এতে ওই মানুষটির নতুন করে যে পদটি পেয়েছেন ওই পদটি খালি থাকে এবং তার পরই যে যোগ্য মানুষটি ছিল তিনি ওই পদটা থেকে বঞ্চিত হন।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও খালেদ সাইফুল্লাহ।