এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করায় রাশিয়াকে ন্যাটোর সতর্কতা

অনলাইন ডেস্ক: এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘনের পর পশ্চিমা সামরিক জোট ন্যাটো রাশিয়াকে সতর্ক করেছে।

গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ন্যাটোর মহাসচিব মার্ক রুটে এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন যে, ন্যাটো মস্কোর এমন বিপজ্জনক পদক্ষেপ আর দেখতে চায় না এবং ভবিষ্যতে এমন কিছু ঘটলে, ন্যাটো তার মিত্রদের রক্ষা করতে প্রস্তুত।

রুটে রাশিয়ার সাম্প্রতিক কর্মকাণ্ডকে ইচ্ছাকৃত অথবা সামরিক অযোগ্যতার ফল বলে মন্তব্য করেছেন। তিনি জানান, রাশিয়া এর আগেও পোল্যান্ড এবং রোমানিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে।

এদিকে, নরওয়ে চলতি বছর তিনবার রাশিয়ার বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনেছে। মঙ্গলবার একটি ড্রোন দেখা গেলে, অসলো তিন ঘণ্টার জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

এর আগে, শুক্রবার এস্তোনিয়া অভিযোগ করে, তিনটি মিগ-৩১ বিমান তাদের আকাশে ১২ মিনিট অবস্থান করেছিল। তবে এস্তোনিয়া ও ন্যাটোর এই অভিযোগ অস্বীকার করেছে মস্কো।

সূত্র: রয়টার্স

Related Articles

Back to top button