স্টাফদের হাত-পা বেঁধে নারায়ণগঞ্জে নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতি

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন ডিপিডিসির একটি বিদ্যুৎ কেন্দ্রে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত ডিপিডিসির চায়না প্রজেক্টে ডাকাত দল হানা দেয়। ডাকাতি শেষে গভীর রাতে তারা বের হয়ে যায়।

ওই ঘটনায় সোমবার সারাদিনও প্রতিষ্ঠানে কর্মরত কেউ কিছু না জানালেও পরে পুলিশি তৎপরতায় বিষয়টি জানাজানি হয়।

স্থানীয়রা জানান, ওই বিদ্যুৎ কেন্দ্রে এ নিয়ে তিনবার একইভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনার পরও তারা এলাকাবাসীকে ডাকেন না। এলাকার কারো কাছে কোন সহযোগিতাও চায়না। পুলিশের তৎপরতা দেখে এলাকার লোকজন বুঝতে পারেন বিদ্যুৎ কেন্দ্রে কিছু একটা হয়েছে। একের পর এক ডাকাতির ঘটনা ঘটনা রহস্যজনক।

ফতুল্লা মডেল থানার এসআই আশিষ জানান, রোববার রাতে বিদ্যুৎ কেন্দ্রে কাজ করা শ্রমিকদের পোশাক ও হেলমেট পড়া ২০ থেকে ২৫ জনের এক দল যুবক পিলকুনি পুলপাড় এলাকায় অবস্থিত ডিপিডিসির চায়না প্রজেক্টে প্রবেশ করে। এরপর প্রজেক্টের সিকিউরিটি গার্ড কুদ্দুস ও এনামুলসহ আরও ২ জন স্টাফকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে। তারপর বিপুল পরিমাণ তামার তার কেটে টুকরো টুকরো করে ইজিবাইকে উঠিয়ে গভীর রাতে প্রজেক্টের ভেতর থেকে বেরিয়ে যায় ডাকাতরা। খবর পেয়ে ওই প্রজেক্টে গিয়ে কয়েকজন কর্মকর্তাকে পাওয়া গেলেও তারা লুণ্ঠিত মালামালের পরিমাণ জানাতে পারেন নি। তবে ওই ঘটনায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা করবেন বলে জানানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে ওই প্রজেক্টে গেলেও কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

Related Articles

Check Also
Close
Back to top button