মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক: সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। বিয়ের পর ভক্ত-অনুরাগীদের একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, আর সেটি হলো- মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন তাদের প্রিয় তারকা? সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ নিয়ে জানতে চেয়েছেন। এ ব্যাপারে মুখ খুলেছেন অভিনেত্রী, জানালেন মধুচন্দ্রিমায় মালদ্বীপ যাচ্ছেন তারা।

ফারিয়া জানিয়েছেন, চলতি বছরের শেষে সহকর্মী, স্বজন ও ঘনিষ্ঠজনদের জন্য বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে তাদের।

বর তানজিম তৈয়বের সঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
কিন্তু তার আগেই ফারিয়া যাচ্ছেন মধুচন্দ্রিমায়। নতুন বরের সঙ্গে কোথায় কাটাবেন একান্ত সময়? জানতে চাইলে শবনম ফারিয়া বলেন, হানিমুনের জন্য তারা বেছে নিয়েছেন মালদ্বীপকে। তিনি বলেন, ‘আগামী মাসে মালদ্বীপে হানিমুনে যাবো।’

নববধূর সাজে অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
গত ১৯ সেপ্টেম্বর রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের মসজিদ আল মুস্তাফায় নিকট আত্মীয় ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন ফারিয়া। তার বর তানজিম তৈয়ব রাজশাহীর ছেলে। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর করে দেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন।

বর তানজিম তৈয়বের সঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
প্রসঙ্গত, ফারিয়ার ব্যক্তিগত জীবনে এটি তার দ্বিতীয় বিবাহ। এর আগে তিনি হারুনুর রশীদ অপুর সঙ্গে ২০১৯ সালে বিয়ে করেছিলেন। তাদের সংসার ১ বছর ৯ মাস স্থায়ী হয় এবং পরবর্তীতে বিবাহবিচ্ছেদ ঘটে। ২০২২ সালে দ্বিতীয় বিয়ের গুঞ্জন শোনা যায় কিন্তু সে বিষয়ে কখনও মুখ খোলেননি অভিনেত্রী। এবার নতুন জীবনের সূচনা করলেন শবনম ফারিয়া।

বর তানজিম তৈয়বের সঙ্গে অভিনেত্রী শবনম ফারিয়া। ছবি: সংগৃহীত
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা শবনম ফারিয়া পরবর্তীতে অভিনয়ে নাম লেখান। একক ও ধারাবাহিক নাটক এবং ওয়েব ফিল্মে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমা দিয়ে বড় পর্দায় তার অভিষেক ঘটে। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই তারকা।

Related Articles

Back to top button