দেবীদ্বারে স্কুল ফুটবল ম্যাচে প্রতিপক্ষ দলের হামলায় ১০ শিক্ষার্থী আহত

অনলাইন ডেস্ক: কুমিল্লার দেবীদ্বার উপজেলায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার একটি ফুটবল ম্যাচ চলাকালে প্রতিপক্ষ শিক্ষার্থীদের হামলায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দেবীদ্বার পৌর এলাকার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা সবাই সাইচাপাড়া বিজেএমএ মজিদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। বর্তমানে আহতদের মধ্যে কয়েকজনকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময় পর্যন্ত গোলশূন্য থাকায় টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে সাইচাপাড়া বিদ্যালয় এগিয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় রেয়াজ উদ্দিন বিদ্যালয়ের কিছু উত্তেজিত শিক্ষার্থী প্রথমে গোলকিপার তানভিরের ওপর হামলা চালায়, যার ফলে খেলা স্থগিত হয়ে যায়। পরে সাইচাপাড়ার খেলোয়াড়রা মাঠ ছেড়ে যাওয়ার সময় সাইকেলের চেইন, বেল্ট ও হাতুড়ি দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

আহতদের মধ্যে রয়েছেন: আবদুল মান্নান, সাকিব, রাকিব, রিফাত, সাব্বির, সাজ্জাত, মাহিম ও নাইমূর।

সাইচাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক আহমেদ বলেন, ‘খেলাটি শান্তিপূর্ণভাবে চলছিল। টাইব্রেকারে হেরে যাওয়ার আশঙ্কায় পরিকল্পিতভাবে আমাদের শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়েছে। প্রতিবছরই এই মাঠে আমাদের শিক্ষার্থীদের পুলিশ পাহারায় বাড়ি পাঠাতে হয়। এবারও তাই হয়েছে।’

তিনি জানান, আহত শিক্ষার্থীদের দেবীদ্বারে প্রাথমিক চিকিৎসা শেষে নিরাপত্তার স্বার্থে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মো. কামরুজ্জামান বলেন, ‘ঘটনার সময় আমি মাঠে উপস্থিত ছিলাম না। তবে বিষয়টি সমাধানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কাজ করছে।’

দেবীদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘ঘটনার পরপরই ক্রীড়া কমিটির সঙ্গে আলোচনা করেছি। আহতদের চিকিৎসা চলছে এবং ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Related Articles

Back to top button