জুবিনের মৃত্যু নিয়ে ধোঁয়াশা, মুখ খুললেন স্ত্রী গরিমা

অনলাইন ডেস্ক: বলিউডের জনপ্রিয় সিনেমা গ্যাংস্টারের ‘ইয়া আলি’ গান খ্যাত বলিউড সঙ্গীত পরিচালক, গায়ক জুবিন গার্গের মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। যদিও তার মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবার তার মৃত্যুতে মুখ খুলেছেন গায়কের স্ত্রী।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্কুবা ডাইভিং করার সময় শ্বাসকষ্টজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

জুবিন গার্গকে স্কুবা ডাইভিংয়ের পর শ্বাসকষ্ট নিয়ে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ‘নর্থইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহন্ত এবং জুবিনের ব্যক্তিগত সহকারী সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আসাম সরকার এই মৃত্যুর তদন্তভার নিয়েছে এবং জানিয়েছে পুলিশ শ্যামকানু ও সিদ্ধার্থসহ শেষ মুহূর্তে জুবিনের সঙ্গে থাকা সবাইকে জিজ্ঞাসাবাদ করবে।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন জুবিনের স্ত্রী গরিমা।

তিনি বলেন,‘ করোনার সময়ে যখন জুবিনের সিজার অ্যাটাক হয়, তখন একমাত্র সে-ই নিজের জীবন বাজি রেখে আমার স্বামীকে মুম্বাই নিয়ে গিয়েছিল।’

জুবিনের স্ত্রী আরও বলেন, ‘গত ২০ বছর ধরে সিদ্ধার্থ আমাদের পরিবারের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে আপনারা এমন কিছু বলবেন না। এই মুহূর্তে আমাদের পরিবারের তাকে প্রয়োজন। জুবিন আসছে। আপনারা আইন মেনে চলুন, পুলিশকেও সাহায্য করুন।’

Related Articles

Back to top button