মাইলফলক থেকে ২ উইকেট দূরে তাসকিন 

অনলাইন ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ১০০ উইকেট শিকার ক্লাবের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র ২ উইকেট শিকার করলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তাসকিন।

শনিবার (২০ সেপ্টেম্বর) চলমান এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেই শততম উইকেট শিকার করার চেষ্টা করবেন তাসকিন।

এখন পর্যন্ত দেশের জার্সিতে সর্বমোট ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন এই টাইগার পেসার। তাসকিনের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকার করেছেন সাকিব ও মোস্তাফিজ।

১২৯ ম্যাচের ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব। অন্যদিকে ১১৬ ম্যাচে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফিজ।

Related Articles

Back to top button