ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলা, নিহত ৩

অনলাইন ডেস্ক: ভেনেজুয়েলার আরও একটি সন্দেহজনক মাদকবাহী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের অধীনে এই অভিযান চালানো হয়েছে। এ অঞ্চলে দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত।

ট্রাম্প দাবি করেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌযানটি অবৈধ মাদক পাচার করছিল এবং যুক্তরাষ্ট্রের দিকে আসছিল। এটি এমন একটি রুট দিয়ে চলাচল করছিল, যা আমেরিকানদের কাছে ‘বিষ’ পৌঁছানোর পরিচিত পথ হিসেবে চিহ্নিত।

তিনি আরও বলেন, ‘হামলায় নৌযানে থাকা তিনজন পুরুষ নিহত হয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এ অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।’

গত কয়েক সপ্তাহের মধ্যে ভেনেজুয়েলার সন্দেহভাজন মাদকবাহী নৌযানের ওপর এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। তবে সর্বশেষ ঘটনাটি নিয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Back to top button