ভারতের বুকে কাঁপন ধরিয়ে হারলো ওমান

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় দল হিসেবে ২৫০তম ম্যাচ খেলতে নামা ভারত জয় পেয়েছে বটে, তবে সেটি এসেছে ওমানের বিপক্ষে কাঁপাকাঁপির পর। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বের নিয়মরক্ষার এই ম্যাচে ভারত জিতেছে ২১ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৮৮ রান। তবে জবাবে ওমান মাত্র ৪ উইকেট হারিয়েই ১৬৭ রান তুলে ফেলে, যা ভারতীয় বোলারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলে, বিশেষ করে সুপার ফোরের মতো গুরুত্বপূর্ণ ধাপের আগে।

ভারতের ইনিংসের মূল ভরসা ছিলেন সঞ্জু স্যামসন, যিনি ৪৫ বলে ৫৬ রান করেন ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে। তার সঙ্গে সমানভাবে আলো ছড়িয়েছেন ওপেনার অভিষেক শর্মা – ১৫ বলে ঝড়ো ৩৮ রান। তিলক ভার্মা (১৮ বলে ২৯) এবং অক্ষর প্যাটেল (১৩ বলে ২৬) দ্রুত রান তুলে স্কোরবোর্ড সমৃদ্ধ করেন।

জবাবে খেলতে নেমে ওমান ভারতীয় বোলারদের চোখ রাঙিয়ে দেয়। আমির কলিম খেলেন দুর্দান্ত ৪৬ বলে ৬৪ রানের ইনিংস, অপর প্রান্তে হামাদ মির্জা করেন ৩৩ বলে ৫১ রান। তবে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাতে পারেনি তারা, থেমে যায় ১৬৭ রানে।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব সুপার ফোরের আগে ম্যাচটিকে বোলিং অনুশীলনের সুযোগ হিসেবেই নিয়েছিলেন। তিনি এ ম্যাচে ৮ জন বোলার ব্যবহার করেন, যার মধ্যে অনিয়মিত বোলার তিলক ভার্মা ও অভিষেক শর্মা-কেও হাত ঘোরাতে দেখা যায়।

তবে কেউই প্রভাব ফেলতে পারেননি। ভারতের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও হর্ষিত রানা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত – ১৮৮/৮ (২০ ওভারে)

স্যামসন ৫৬ (৪৫), অভিষেক ৩৮ (১৫), তিলক ২৯ (১৮), অক্ষর ২৬ (১৩)

কলিম ২/৩১, রামানন্দী ২/৩৩, ফয়সাল ২/২৩

ওমান – ১৬৭/৪ (২০ ওভারে)

কলিম ৬৪ (৪৬), হামাদ ৫১ (৩৩), যতীন্দর ৩২

কুলদীপ ১/২৩, রানা ১/২৫, পান্ডিয়া ১/২৬, অর্শদীপ ১/–

ফল: ভারত ২১ রানে জয়ী

Related Articles

Back to top button