শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিতে দ্বিতীয় দিনের মতো ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, ‘ভালো থাকুক বাংলাদেশ।’ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বারবার একই কথা বলতে থাকেন।

সেদিন জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার শ্রমিক মো. রিয়াজ হত্যার মামলায় সুমনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

গ্রেপ্তার দেখানো অন্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

শুনানি চলাকালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর জন্য আইনজীবী মহসিন রেজা আদালতে স্যান্ডউইচ ও ড্রাই ফুড দেওয়ার অনুমতি চান। তবে রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী এর বিরোধিতা করেন। শেষ পর্যন্ত আদালত সেই আবেদন নাকচ করেন।

এ বিষয়ে অ্যাডভোকেট মহসিন রেজা জানান, ‘আমির হোসেন আমু একজন বয়স্ক ব্যক্তি এবং নানা অসুখে জর্জরিত। তাকে এক ঘণ্টা পরপর খাবার খেতে হয়। এজন্য তার পছন্দের খাবার স্যান্ডউইচ ও ড্রাই ফুড আদালতে নিয়ে এসেছিলাম। কিন্তু অনুমতি দেওয়া হয়নি।’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ৫ আগস্ট জুলাই অভ্যুত্থানের শেষ দিনে যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শ্রমিক মো. রিয়াজ। পরে এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

Related Articles

Back to top button