‘ন্যানো ব্যানানা এআই শাড়ি’ ট্রেন্ড, কীভাবে বানাবেন পছন্দের ছবি

অনলাইন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে এক নতুন এআই ট্রেন্ড গুগল জেমিনির ‘ন্যানো ব্যানানা’ টুল ব্যবহার করে সাধারণ সেলফিকে রূপান্তর করা হচ্ছে ভিনটেজ পোস্টারে। দানাদার ফিল্ম টেক্সচার, উড়ন্ত শিফন শাড়ি আর রেট্রো ব্যাকগ্রাউন্ডে তৈরি হচ্ছে ’৯০ দশকের সিনেমার নায়িকার মতো পোস্টার।

বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় প্রফেশনাল আইডিধারীরা এই ট্রেন্ডে যোগ দিয়েছেন। এছাড়া সৌখিন ও প্রযুক্তিবান্ধব নারীরাও এ ট্রেন্ডে আসক্ত হচ্ছেন। নেটিজেনরা বিভিন্ন ধরনের প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করে নিজের ছবিতে অন্য মাত্রা যোগ করছেন নেটিজেনরা।

‘ন্যানো ব্যানানা’ মূলত গুগলের জেমিনি অ্যাপে থাকা একটি ইমেজ এডিটিং টুল। প্রথমে এটি জনপ্রিয় হয়েছিল থ্রিডি ফিগারিন স্টাইলের ছবি বানানোর জন্য। তবে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাচ্ছে শাড়ি এডিট, যেখানে সেলফি আপলোড করলেই এআই তৈরি করে স্টাইলাইজড পোস্টার।

ব্যবহারকারীরা শুধু ছবি আপলোড করে প্রম্পট দিলে, এআই স্বয়ংক্রিয়ভাবে শাড়ির ধরন, আলো, ব্যাকগ্রাউন্ড ও সিনেমাটিক আবহ যোগ করে। ফলে তৈরি হয় রেট্রো বলিউড-স্টাইল ছবি।

ধাপে ধাপে ব্যবহার পদ্ধতি

প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘গুগল জেমিনি’ অ্যাপ ইনস্টল করে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে।
‘ব্যানানা’ আইকন বা ‘ট্রাই ইমেজ অ্যাডিটিং’ অপশন থেকে ‘ন্যানো ব্যানানা’ টুল সিলেক্ট করতে হবে।
একটি হাই-কোয়ালিটি সেলফি আপলোড করতে হবে, যেখানে মুখ স্পষ্ট থাকবে।
নির্দিষ্ট প্রম্পট ব্যবহার করলে কাঙ্ক্ষিত শাড়ির রঙ, আলো, ব্যাকগ্রাউন্ড ও মুড ঠিক করা যায়।
কিছুক্ষণের মধ্যেই এআই তৈরি করবে রেট্রো স্টাইলের বলিউড পোস্টার, যা ডাউনলোড ও শেয়ার করা সম্ভব।
ভাইরাল প্রম্পট

এই ট্রেন্ডে ভাইরাল হয়ে ওঠা কিছু জনপ্রিয় প্রম্পট হলো-

লাল শাড়ি: ‘ভিনটেজ বলিউড নায়িকার রূপে, উড়ন্ত লাল শিফন শাড়ি, চুলে নরম ঢেউ, রোমান্টিক ব্যাকগ্রাউন্ড ও সূর্যাস্তের সোনালি আলো।’

কালো শাড়ি: ‘৯০-এর দশকের সিনেমা লুক, কালো পার্টি শাড়ি, উষ্ণ আলো আর দানাদার ভিনটেজ টেক্সচার।’

সাদা পোলকা ডট: ‘স্বচ্ছ সাদা পোলকা ডট শাড়ি, কানে ছোট গোলাপি ফুল, শান্ত অভিব্যক্তি আর সিনেমাটিক প্রোফাইল শ্যাডো।’

Related Articles

Back to top button