জ্যোতিদের সংবর্ধনা দিলেন ভারতীয় হাইকমিশনার

অনলাইন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথ আয়োজনে বসতে যাচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আসর। এই আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। গতকাল ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও তার সহধর্মিণী মিসেস মনু ভার্মা ঢাকায় ইন্ডিয়া হাউসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সম্মানে এই সংবর্ধনার আয়োজন করেন।
স্বাগত বক্তব্যে হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বহু গভীর ও ঐতিহাসিক বন্ধনে গাঁথা—ভূগোল, ইতিহাস, ভাষা ও সংস্কৃতি ছাড়াও দুই দেশের মানুষকে এক করে রেখেছে ক্রিকেটপ্রেম। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের নারী ক্রিকেট দল সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্য উন্নতি করেছে এবং উচ্চমানের ক্রিকেট খেলে নিজেদের দেশকে গর্বিত করছে।
তিনি নারী ক্রিকেট দলকে নারীর ক্ষমতায়ন ও তরুণ শক্তির প্রতীক আখ্যায়িত করে আরও জানান, আমরা গর্বের সঙ্গে নারীদের পাশে আছি। আশা করি বাংলাদেশ নারী ক্রিকেট দল দেশের প্রতিটি কন্যাশিশুকে অনুপ্রাণিত করবে, স্বপ্ন ও আবেগকে অনুসরণ করে নিজেদের কাঙ্ক্ষিত ক্ষেত্রে সফল হতে। এসময় তিনি দলের জন্য শুভকামনা জানিয়ে আসন্ন বিশ্বকাপে সাফল্য ও নতুন উচ্চতা অর্জনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মঙ্গলবারের এই সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেটাররা ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সাবেক ক্রিকেটার সাথিরা জাকির জেসি, যিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে আইসিসি বিশ্বকাপে আম্পায়ারিং করবেন।