মাঠে গড়াচ্ছে রাজনীতি, অভিন্ন দাবিতে কর্মসূচিতে নামছে ৩ দল

অনলাইন ডেস্ক: ইসলামপন্থি তিনটি রাজনৈতিক দল আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি প্রবর্তন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনসহ বিভিন্ন দাবিতে ঢাকাসহ সারা দেশে তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) পৃথক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করে দলগুলো। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে এ কর্মসূচি শুরু হবে। এর মধ্যে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পাঁচ দফা এবং খেলাফত মজলিস ছয় দফা দাবি তুলে ধরেছে।

জামায়াতের কর্মসূচি
রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল হবে।

ডা. তাহের বলেন, ‘জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থতায় পর্যবসিত হবে।’ তিনি আরও দাবি করেন, অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ পিআর পদ্ধতির পক্ষে মত দিয়েছেন।

জামায়াতের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, সরকারের ‘জুলুম-নির্যাতন ও দুর্নীতি’র বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

ইসলামী আন্দোলন বাংলাদেশ
রাজধানীর পুরানা পল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেন, ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল হবে। তিনি বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

চরমোনাই পীর জানান, ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার পথে রয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্দোলনের সঙ্গে আছে বলেও তিনি উল্লেখ করেন।

খেলাফত মজলিস
ছয় দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। দলের মহাসচিব আহমদ আবদুল কাদের বলেন, জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। অন্য দাবির মধ্যে রয়েছে—সব প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের কার্যকর উদ্যোগ।

তিনি জানান, ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর মহানগরীগুলোতে এবং ২৬ সেপ্টেম্বর জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। আহমদ আবদুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ পিআর পদ্ধতির পক্ষে।’ তবে যুগপৎ আন্দোলনে অন্য দল যুক্ত হবে কি না, তা খোলাসা করেননি।

Related Articles

Back to top button