মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই: সারজিস

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘এনসিপিকে শাপলা প্রতীক দিতে নানা টালবাহানা করা হচ্ছে। বিভিন্ন অযৌক্তিক কারণ দেখানো হচ্ছে। আমরা মার্কা হিসেবে শাপলা প্রতীকই চাই। শাপলা মার্কা নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।’

গতকাল সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শাপলা প্রতীক না দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যেহেতু আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে শাপলা আদায় করে নেব। এনসিপির প্রাপ্য প্রতীক যদি দেওয়া না হয়, তাহলে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে আমরা রাজপথে লড়ব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘প্রয়োজনে বাংলাদেশের ৬৪ জেলায় এনসিপির অভ্যুত্থানের নেতারা রাজপথে নেমে অধিকারের জন্য লড়াই করবে।’

অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় নির্বাচনকেন্দ্রিক রাজনীতি নিয়েও কথা বলেন এনসিপির এই মুখ্য সংগঠক। তিনি বলেন, ‘অভ্যুত্থান–পরবর্তী রাজনৈতিক দলগুলোর চাওয়া–পাওয়া শুধু নির্বাচনকেন্দ্রিক হতে পারে না। আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের জন্য নির্বাচন হোক, ফেব্রুয়ারিতে হলেও সমস্যা নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা কোনো স্বেচ্ছাচারিতাকে প্রশ্রয় দেব না। দেব না বলেই আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কারণ, জুলাই সনদে এখন পর্যন্ত আইনগত ভিত্তি আমাদের কাছে স্পষ্ট নয়। জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে এনসিপি সেই সনদে স্বাক্ষর করতে পারে না।’

Related Articles

Back to top button