হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপন করবে বিএনপি- আজিজুল বারী হেলাল

অনলাইন ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপন করবে বিএনপি। চাঁদাবাজি ও সন্ত্রাসের সঙ্গে এ দলের কোনো সম্পর্ক নেই।

গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে খুলনার দিঘলিয়া উপজেলায় মাঝিরগাতীতে সনাতন ধর্মাবলম্বীদের সৌজন্যে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বক্তব্যে হেলাল বলেন, গত ১৭ বছর ধরে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। একটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। কিন্তু জনগণ রক্ত দিয়ে সংগ্রাম করেছে একটি নতুন সরকার ও নতুন দিনের বাংলাদেশ গড়ার জন্য।

তিনি বলেন, দশমীর দিনে প্রতিমা বিসর্জনের সময়সূচি নির্ধারণে পুরোহিত ও পঞ্জিকার মতামতই চূড়ান্ত হওয়া উচিত। এখানে অন্য কারও হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। যেমন ঈদের নামাজ চাঁদ দেখেই নির্ধারিত হয়।

হেলাল অভিযোগ করেন, গত ৫০ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে।

তিনি বিএনপি নেতাকর্মীদের প্রতি হিন্দু-মুসলিম ঐক্যের নজির স্থাপনের আহ্বান জানান। পাশাপাশি চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, হিন্দুরা বিএনপিকে ভোট দেয় না—এই ধারণাটি ভুল। বিএনপি হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের মিলনস্থল। আগামী নির্বাচনে জনগণই তা প্রমাণ করবে।

এছাড়া তিনি স্থানীয় নানা সমস্যা, বিশেষ করে পানীয় জলের সংকট প্রসঙ্গে নেতা-কর্মীদের বয়োজ্যেষ্ঠ ও অভিজ্ঞদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নিতে আহ্বান জানান।

Related Articles

Back to top button