পটুয়াখালী উপকূলে ধরা পড়েছে বিরল ‘তবলা মাছ’

অনলাইন ডেস্ক: জেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ৩০ কেজি ওজনের এক বিশাল ‘ট্রেভ্যালি ফিশ’ বা স্থানীয়ভাবে পরিচিত ‘তবলা মাছ’।
গতকাল শুক্রবার বিকেলে মাছটি ধরা পড়ার পর মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসলে একনজর দেখতে স্থানীয়দের ভিড় জমে যায়। ধরা পড়া প্রায় ৩০ কেজি ওজনের ‘তবলা মাছ’টি মহিপুর মৎস্য বন্দরে নিলামে বিক্রি হয়েছে ২৪ হাজার টাকায়।
তবলা মাছকে স্থানীয়ভাবে তবলি, বগা কিংবা খাঁদিয়া মাছ নামেও ডাকা হয়। প্রোটিনসমৃদ্ধ ও মাংসে কাঁটা কম থাকায় এটি ভোজন রসিকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।
স্থানীয় মৎস্যজীবীরা জানান, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকায় এ প্রজাতির মাছ সচরাচর ধরা পড়লেও এত বড় আকারের মাছ খুবই বিরল।
এ বিষয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ধরা পড়া মাছটি ক্যারেনজিট পরিবারের ফ্যাজেলি প্রজাতির। এ ধরনের মাছ আকারে অনেক বড় এবং অত্যন্ত সুস্বাদু হয়। এ মাছের অর্থনৈতিক গুরুত্বও রয়েছে।