দক্ষিণ আফ্রিকাকে উড়াধুড়া পিটিয়ে ২০ ওভারে ৩০৪ রান করল ইংল্যান্ড

অনলাইন ডেস্ক: সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে যেন চরম ভুল করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মারকান। আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দক্ষিণ আফ্রিকার বোলারদের উড়াধুড়া পেটালো ইংল্যান্ডের দুই ওপেনার।

উইকেটকিপার ব্যাটার জশ বাটলার ৮ চার আর ৭ ছক্কায় মাত্র ৩০ বলে ৮৭ রান করে আউট হলেও আরেক ওপেনার পিটার সল্ট ১৫ চার আর ৮ ছক্কায় ৬০ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন। আর এতেই ২০ ওভারে ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩০৪ রান।

জ্যাকব ব্যাথেল ১৪ বলে ২৬ রান আর হ্যারি ব্রুক ২১ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন।

ইংল্যান্ড ব্যাটারদের মার খেয়ে ছন্নছাড়া বল করতে থাকেন প্রোটিয়া বোলাররা। ২০ ওভারে ৫ টা বল করেন তারা। ৪ ওভারে ৭০ রান দেন প্রোটিয়াদের সেরা বোলার কাগিসু রাবাদা, ইয়েনসেন দেন ৬০ রান। দক্ষিণ আফ্রিকার পক্ষে ২ উইকেট নেন স্পিনার ফরচুন। নির্ধারিত ৪ ওভারে তিনি রান দেন ৫২।

Related Articles

Back to top button