বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি সীমান্ত, নিখোঁজ ১৯ দিন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার ১৯ দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি সপ্তম শ্রেণির ছাত্র সীমান্ত হোসেনের (১৩)। একমাত্র সন্তানের খোঁজ না পেয়ে বাবা-মায়ের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশের পরিবেশ।

জানা গেছে, মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল ধল্লাপাড়া গ্রামের শাহআলম মিয়ার ছেলে সীমান্ত কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। গত ২৪ আগস্ট সকাল থেকে সে নিখোঁজ রয়েছে। বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি সে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান মেলেনি।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি গত ৩ সেপ্টেম্বর মির্জাপুর থানায় লিখিতভাবে জানানো হয়। অভিযোগটি করেন সীমান্তের দাদা মিরাজ মিয়া। অভিযোগ পাওয়ার পর থেকেই পুলিশ অনুসন্ধান চালিয়ে গেলেও এখন পর্যন্ত সীমান্তের হদিস পাওয়া যায়নি। নিখোঁজের ঘটনায় দুশ্চিন্তাগ্রস্ত পরিবারে চলছে অশ্রু ও আকুতি। সীমান্তের মা ও বাবা বারবার মূর্ছা যাচ্ছেন।

সন্তানের শোকে পাগলপ্রায় বাবা শাহআলম মিয়া বলেন, গত ১৯ দিন ধরে আমার কলিজার টুকরা ছেলেটার কোনো খোঁজ নেই। আমাদের ধারণা, কেউ তাকে অপহরণ করেছে। আমি যেকোনো উপায়ে আমার ছেলেকে ফেরত চাই। পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের সবার কাছে অনুরোধ করছি আমার সন্তানকে ফিরিয়ে দিন।

এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, সীমান্ত নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। তাকে উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

Related Articles

Back to top button