ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফে বলিভিয়া

অনলাইন ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের প্লে-অফে জায়গা করে নেওয়ার জন্য বলিভিয়াকে তাদের ঘরের মাঠে ব্রাজিলকে হারাতে হতো এবং একই সঙ্গে কলম্বিয়া ও ভেনেজুয়েলার ম্যাচের ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হতো। এমন জটিল সমীকরণের ম্যাচে বলিভিয়া ১-০ গোলে ব্রাজিলকে পরাজিত করেছে এবং একই সময়ে অন্য ম্যাচে কলম্বিয়া ভেনেজুয়েলাকে ৬-৩ গোলে হারিয়েছে। এই ফলাফলগুলো বলিভিয়াকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা বাঁচিয়ে রেখেছে।

এল আলতোর উচ্চতার কারণে ব্রাজিল স্বাভাবিক ফুটবল খেলতে পারেনি, যার সুযোগ নিয়েছে স্বাগতিক বলিভিয়া। যদিও বল দখলে তারা পিছিয়ে ছিল, আক্রমণে তারা ব্রাজিলের চেয়ে অনেক এগিয়ে ছিল। বলিভিয়া গোলের জন্য ২৩টি শট নেয়, যার মধ্যে ১০টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, বল দখলে এগিয়ে থাকা ব্রাজিল ১০টি শটের মধ্যে মাত্র তিনটি লক্ষ্যে রাখতে পেরেছিল।

ম্যাচের একমাত্র গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আসে, যখন পেনাল্টি থেকে গোল করে মিগুয়েলিটো বলিভিয়াকে এগিয়ে দেন। ব্রাজিলের গোলকিপার অ্যালিসন সঠিক দিকে ঝাঁপ দিয়ে হাত ছোঁয়ালেও বল জালে যাওয়া ঠেকাতে পারেননি।

দ্বিতীয়ার্ধে বলিভিয়া আরও বেশি সুযোগ তৈরি করলেও, ব্রাজিলও কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কোনো দলই আর গোল করতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে জিতে বলিভিয়া প্লে-অফে জায়গা করে নেয়।

১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে থেকে ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করেছে। কার্লো আনচেলত্তির দল আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। অন্যদিকে, বলিভিয়া ১৮ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে রয়েছে এবং এই অবস্থানের কারণে তারা আন্তমহাদেশীয় প্লে-অফে জায়গা করে নিয়েছে।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল ছাড়াও ইকুয়েডর, কলম্বিয়া, উরুগুয়ে এবং প্যারাগুয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে।

Related Articles

Back to top button