গৌরীকে মা ডাকলেন অনন্যা পান্ডে

অনলাইন ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডেকন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে ২০২৩ সালে নিজের প্রথম বাড়ি কেনেন। ব্যক্তিগত জীবনে অনন্যার এটি শুধু একটি বাড়িই ছিল না, ছিল একটি আবেগময় অর্জন।

এবার সেই স্বপ্নের বাড়িটি সাজানোর দায়িত্ব দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় ইন্টেরিয়র ডিজাইনার শাহরুখপত্নী গৌরী খানকে। গৌরী খান যিনি কেবল ঘরই সাজান না, মানুষের স্বপ্নকেও সাজিয়ে দেন। সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে গৌরী খানকে ‘দ্বিতীয় মা’ বলে জানান অনন্যা পান্ডে।

অভিনেত্রী বলেন, গৌরী ম্যাম আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দেখেছেন। তিনি বুঝতে পেরেছিলেন যে, এটা আমার প্রথম বাড়ি। তাই তিনি আমাকে নিজের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন।

অনন্যা বলেন, আমার জন্য এটি ছিল সম্পূর্ণ আবেগময় একটি সিদ্ধান্ত। আমি গৌরী ম্যামের সান্নিধ্যেই বড় হয়েছি। তিনি আমার কাছে প্রায় দ্বিতীয় মায়ের মতো। আমার পছন্দ-অপছন্দ তিনি এতটাই গভীরভাবে বুঝেছিলেন, যেন নিজের মেয়ে সুহানার জন্যই এ বাড়িটা সাজাচ্ছেন।

শাহরুখপত্নী গৌরী খানের সঙ্গে চাঙ্কিকন্যা অনন্যার সম্পর্ক শুধু পেশাদারত্বের নয়, বরং ব্যক্তিগতও। গৌরী তার স্বপ্নকে নিজের মতো করে সাজিয়েছেন। কিন্তু কখনো নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেননি। বরং প্রতিটি ক্ষেত্রে অনন্যার মতামতকে গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, অনন্যা পান্ডেকে এবার কার্তিক আরিয়ানের বিপরীতে ‘তু মেরি ম্যায় তেরা, ম্যায় তেরা তু মেরি’ সিনেমায় দেখা যাবে। সমীর বিদ্বান পরিচালিত সিনেমাটি ২০২৬ সালের ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Related Articles

Back to top button