ইসরায়েলের হামলা- কাতারে বাংলাদেশিদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ 

অনলাইন ডেস্ক: কাতারের দোহায় মিসাইল হামলায় চালিয়েছে দখদার ইসরায়ে‌ল। এমন পরিস্থিতিতে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার জন্য অনুরোধ করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

গতকাল মঙ্গলবার (৯ সে‌প্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে প্রয়োজন ব্যতীত বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছে দোহার বাংলাদেশ দূতাবাস।

কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি/নির্দেশনা অনুযায়ী চলার জন্য সবাইকেই অনুরোধ করে‌ছে দূতাবাস। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন বহির্ভূত ব‌লে প্রবাসীদের স্মরণ ক‌রি‌য়ে দেওয়া হ‌য়ে‌ছে।

জরুরি প্রয়োজনে 33662000 এবং দূতাবাসের হটলাইন নম্বর +974, ই-মেইল: mission.doha@mofa.gov.bd এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

Related Articles

Back to top button