ভূমি সংস্কার ও ন্যায্যমূল্য নিশ্চিতে এনসিপির ‘কৃষক উইং’

অনলাইন ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কৃষকের অধিকার আদায়ের আন্দোলনকে নতুন পরিসরে নিতে ‘কৃষক উইং’ গঠনের ঘোষণা দিয়েছে।

গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করা হয়। এতে জানানো হয়, স্বাধীনতার এত বছর পরও কৃষকদের ভাগ্যে কোনো পরিবর্তন আসেনি। বৈষম্যহীন সমাজ বিনির্মাণের নীতিনির্ধারণে কৃষকের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এখন সময়ের দাবি। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই কৃষক উইং গঠন করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, ভূমি সংস্কার, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণে এই সংগঠন অগ্রণী ভূমিকা রাখবে। স্বাধীন গঠনতন্ত্র অনুযায়ী এটি পরিচালিত হবে এবং প্রান্তিক কৃষক ও কৃষক সংগঠকদের সঙ্গে সমন্বয় করে সারাদেশে কৃষি-সংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করবে।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর অনুমোদনক্রমে কৃষক উইংয়ের প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়। এতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে আজাদ খান ভাসানীকে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন সাঈদ উজ্জ্বল ও হাফসা জাহান।

এ ছাড়া সদস্য হিসেবে আছেন কৃষিবিদ গোলাম মোর্তজা সেলিম, মো. নাজমুল হাসান সোহাগ, নফিউল ইসলাম, ফিহাদুর রহমান দিবস, মো. মাসুদ রানা, মো. মাসুমূল হাসান সজিব ও মো. মাহিদুল ইসলাম (মাহি পলাশ)।

বার্তা প্রেরক হিসেবে স্বাক্ষর করেছেন দলের যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত।

Related Articles

Back to top button